'জ্ঞানের আলোয় উদ্ভাসিত বাংলাদেশ'

বিজ্ঞপ্তি

মো. নাসির উদ্দিন আহমেদ (সচিব, সাংস্কৃতিক মন্ত্রণালয়) এর আলোঘর পরিদর্শন

মো.নাসির উদ্দিন আহমেদ (সচিব, সাংস্কৃতিক মন্ত্রণালয়) ০৮.১১.১৮ তারিখে আলোঘর পরিদর্শন করেন। তিনি “আলোঘর শিক্ষাবৃত্তি-২০১৮” উপলক্ষে আলোঘর এ এসেছিলেন তার সাথে আরও উপস্থিত ছিলেন মো.সহিদ উল্লাহ (প্রধান নির্বাহী) দিশা ও ছালিমা নাজনীন বীথি (উপদেষ্টা) দিশা।